আমরা সবাই সফল হতে চাই, কিন্তু ভয় কিসের।


আমরা মোটামুটি সবাই জানি সফল হতে গেলে নিম্নোক্ত বিষয়গুলো লাগে :


১/স্বপ্ন

২/আত্মবিশ্বাস

৩/পরিশ্রম

৪/জানার বা শেখার আগ্রহ

৫/ধৈর্য্য+হার না মানার মানসিকতা


কিন্তু আমার কাছে মনে হয় সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন তাহলো, "সাহস"। বড় স্বপ্ন দেখতে গেলেও সাহস লাগে, ভাই। যেখানে বলা হয়ে থাকে ছোট স্বপ্ন দেখা একটা অপরাধ সেখানে শুধুমাত্র সাহসের অভাবে  অনেকে বড় স্বপ্নই দেখে না।


আবার আপনি বড় স্বপ্ন দেখেছেন এবং সুন্দর পরিকল্পনাও করেছেন কিন্তু শুধুমাত্র সাহসের অভাবে দেখা যায়, সেই কাজ কখনো শুরু ই করা হয় না। পৃথিবীতে লক্ষ-কোটি মানুষ আছে যাদের বড় বড় স্বপ্ন আছে, সুন্দর পরিকল্পনাও আছে কিন্তু সাহসের অভাবে সেই স্বপ্ন সারাজীবন স্বপ্নই থেকে যায়।


আর সাহস!এটা ভেতর থেকে আসে, ভাই। এটা শেখার বা শেখানোর কোন বিষয় না। আপনার ভেতর থেকে সাহস না আসলে আপনি যতই জ্ঞানী বা যোগ্য হোন না কেন,মোটিভেশনাল স্পিচ/বই আপনাকে জুস করে খাওয়ালেও কাঙ্খিত সফলতা আপনি কখনই পাবেন না।


(যদিও ভাগ্য অতিরিক্ত ভালো হলে এবং আল্লাহ চাইলে সবই সম্ভব। এবং সফলতার সংজ্ঞা সীমানা বা পরিধি ক্ষেত্রবিশেষে ভিন্ন হতে পারে।যেমন : পবিত্র কোরআন এ বলা হয়েছে,"যাদের কে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং যারা জন্নাত পাবে, তারাই চূড়ান্তভাবে সফল। সত্যি বলতে এটাই প্রকৃত সফলতা।উপরে আমি দূনিয়াবী জীবনে সফলতা বলতে আমরা সাধারণত যা বুঝি সেটাই আমার দৃষ্টিতে আলোচনা করার চেষ্টা করেছি মাত্র।)

Md Tawhidul Islam 

Bangladesh Marketing Job News

Comments

Post a Comment

Popular posts from this blog

১৩ হাজার টাকা বেতনে, ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (TMR) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি