জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি রিসোর্স ইন্টিগ্রেশন
সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) হতে সনদপ্রাপ্ত (সনদ নম্বর ০০০৪৯ ০১০৭৫-০০১৬৭)। বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বুদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা
জোনাল ম্যানেজার (জেড.এম) পদ সংখ্যা-১৫টি
বেতনঃ মূল বেতন ২৮,০০০/ ৫০,৫০০/- হতে ৫৩,১০০/- (নিয়মিতকরণের আগে) এবং 08,800/- হতে ৭,০০০/- (নিয়মিতকরণের পরে)
এরিয়া ম্যানেজার (এ.এম) পদ সংখ্যা ৫০ টি
বেতন: মূল বেতন ২২,৪০০/ ৪৩,৯০০/- হতে ৪৫,৯০০/- (নিয়মিতকরণের
শাখা ব্যবস্থাপক (বি.এম)
পদ সংখ্যা- ২০০ টি
| বেতনঃ মূল বেতন ১৬,২০০/ ৩১,৮৮০/- হতে ৩৩,৫০০/- (নিয়মিতকরণের আগে) এবং
৩৪,৩১০/- হতে ৩৫,৯০০/- (নিয়মিতকরণের পরে)
শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা (বি.এ.ও) পদ সংখ্যা- ২০০ টি
বেতন: মূল বেতন ১৩,৪০০/ ২৬,৫৯০/- হতে ২৭,৯০০/- (নিয়মিতকরণের আগে) এবং ২৮.৫৭০/- হতে ২৯,৯১০/- (নিয়মিতকরণের পরে)
08
ক্রেডিট অফিসার (সি.ও) পদ সংখ্যা- ৭০০ টি
বেতনঃ মূল বেতন ১১,০০০/ ২২,০০০/- হতে ২৩,১০০/- (নিয়মিতকরণের আগে) এবং ২৩,৬৫০/- ২৪,৭৫০/- (নিয়মিতকরণের পরে)
স্নাতক পাশ।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতকোত্তর পাশ। কোনো পরীক্ষায় ৩ বিভাগ গ্রহণযোগ্য নয়।
স্নাতকোত্তর পাশ। কোনো পরীক্ষায় ৩য় আগে) এবং বিভাগ গ্রহণযোগ্য
89,00/- ৪৯,২৬০/- (নিয়মিতকরণের পরে)
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর
বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।
ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই সক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ
ক্রিমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞ MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।
নূন্যতম স্নাতক পাশ (বানিজ্যে স্নাতক অগ্রাধিকার দেয়া হবে)
কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় ২ বছরের MIS & FIS প্রতিবেদন তে পারদর্শি হতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই
বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
মুন্যতম স্নাতক পাশ
শর্তাবলীঃ
Sy আবেদনকারীদের বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। উপরোক্ত সকল পদের প্রার্থীকে মটর সাইকেল চালনার জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়োগকৃত পুরুষ / নারী এমপ্লয়ীকে বাধ্যতামূলকভাবে মটর সাইকেল চালাতে হবে। সকল পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির Probation Period শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরন করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন: ২টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যায় ভাতা, লাঞ্চ
ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাঙা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যান তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, চাকুরীতে যোগদানের সাথে সাথেই মটর সাইকেল সফট লোন সুবিধা ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে।
৪। ক্রেডিট অফিসার পদের জন্য সংস্থার বিভিন্ন কর্ম এলাকার ঢাকা, ফেনী, সিলেট, বগুড়া ও খুলনা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারী যে কেন্দ্রের অধীনে পরীক্ষা দিতে ইচ্ছুক/আগ্রহী তাকে খামের উপর অবশ্যই পরীক্ষা কেন্দ্র উল্লেখ করে আবেদন করতে হবে। অন্যান্য পদের পরীক্ষা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
শুধুমার আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ০৬/০১/২০২২ খ্রীষ্টাব্দ তারিখের মধ্যে পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরীর অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার "মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এ/ক, সত্ত্বক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯”-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, জীবনবৃত্তান্তে ক্ষুদ্রকা কর্মসূচীতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric-bd.org এ পাওয়া যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। খামের উপর পদ ও কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
বিশেষ দ্রস্লটব্যঃ সংস্থা নিয়োগ প্রক্রিয়ায় বিকাশ/রকেট বা অন্য কোনো মাধ্যমে প্রার্থীদের সাথে কোনরুপ আর্থিক লেনদেন করে না।
সোর্সঃ দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ- ২২ ডিসেম্বর ২০২১
Bangladesh Marketing Job News
ওকে
ReplyDelete